ঢাকা: বাংলাদেশ বেতারে পদায়নের মাধ্যমে যোগ্যতা সম্পন্ন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে বিসিএস (তথ্য-সাধারণ) বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি ও বিসিএস (তথ্য-প্রকৌশল) বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) জাতীয় সম্প্রচার ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সভায় এ দাবি জানানো হয়।
যৌথ সভায় বেতারের অনুষ্ঠান, বার্তা ও প্রকৌশল শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় তারা বাংলাদেশ বেতারে মহাপরিচালক পদে পদায়নের ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন বেতার কর্মকর্তা থাকা সত্ত্বেও বহিরাগত কর্মকর্তাকে নিয়োগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
একই সঙ্গে পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত পরিচালক প্রশাসনসহ সব পদে বহিরাগতদের অবিলম্বে প্রত্যাহার করে বেতার কর্মকর্তাদের মাধ্যমে পদগুলো পূরণের জোর দাবি জানান কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এমএ/