ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ৪ ক্লিনিকের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
লক্ষ্মীপুরে ৪ ক্লিনিকের জরিমানা

লক্ষ্মীপুর: অনুমোদন না থাকা, নোংরা পরিবেশ, প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগে লক্ষ্মীপুরে চার প্রাইভেট ক্লিনিকের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  
 
সোমবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আমিনুল ইসলাম অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।


 
অভিযানকালে চারটি ক্লিনিকের মালিক পক্ষকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।  
 
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত শহরের নগর ক্লিনিকের ১০ হাজার টাকা, ল্যাবএইডের ১০ হাজার টাকা, মডার্ন ক্লিনিকের ২ হাজার ও রেহান উদ্দিন ভূঁইয়া সড়কের একটি ক্লিনিকের ৫ হাজার টাকা জরিমানা করেন।  
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান,  বিভিন্ন অভিযোগে চার ক্লিনিকের ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।