ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুদক চেয়ারম্যানের ভাইয়ের দাফন সম্পন্ন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
দুদক চেয়ারম্যানের ভাইয়ের দাফন সম্পন্ন

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামানের ছোট ভাই বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক চিফ সায়েন্টিফিক অফিসার ড. হাসানুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরের মুজুপুরে জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

এসময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রোববার সন্ধ্যায় নিজ বাসভবনে হাসানুজ্জামান মারা যান (ইন্নালিল্লাহি .... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

দুদক চেয়ারম্যান দেশবাসীর কাছে তার ভাইয়ের বিদায়ী আত্মার শান্তির জন্য দোয়া ও মাগফিরাত কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
এডিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।