কক্সবাজার: কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ (১০) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে বাহারছড়া কবিতা চত্বর এলাকার নাছিরের টমটম গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আকাশ নাছিরের টমটম গ্যারেজে গাড়ি পরিষ্কারের কাজ করত। প্রতিদিনের মত সোমবারও আকাশ গাড়ি ধোয়ার পর মোছার জন্য গ্যারেজের ভেতর গামছা নিতে যায়। ওই সময় গ্যারেজে চার্জরত একটি টমটমে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
এদিকে দুর্ঘটনার পর গ্যারেজের মালিক বাহারছড়া এলাকার নাছির ও টমটমের মালিক রানা গা ঢাকা দেয়।
কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক আব্দুর রহিম বাংলানিউজকে জানান, শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে গ্যারেজে চার্জরত একটি টমটমের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটি মারা গেছে। বিস্তারিত ময়না তদন্তের পর জানা যাবে।
বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
টিটি/আইএসএ/টিসি