ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেশের বিভিন্ন নদী থেকে নিষিদ্ধ জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
দেশের বিভিন্ন নদী থেকে নিষিদ্ধ জাল জব্দ

ঢাকা: দেশের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৫ লাখ ৯৫ হাজার ৮'শ মিটার মাছ ধরার নিষিদ্ধ জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় বাংলাদেশ কোস্টগার্ডের গোয়েন্দা পরিদফতরের উপ-পরিচালক কমান্ডার এ কে এম মারুফ হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।



তিনি জানান, সোমবার (০৮ ফেব্রুয়ারি) দিনে ও রাতের বিভিন্ন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে দেশের বিভিন্ন নদী পথে অভিযান চালিয়ে ৫ লাখ ৯৫ হাজার ৮'শ মিটার মাছ ধরার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

জব্দকৃত জালের মধ্যে রয়েছে- মশারি জাল, কারেন্ট জাল, বেহেন্দী জাল, সিমফ্রাই জাল এবং চরঘেরা জাল।

অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কমান্ডার মারুফ হাসান।

জব্দকৃত জালগুলো ধ্বংস করা হবে বলে জানান কোস্ট গার্ডের এই উপ-পরিচালক।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এনএইচএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।