ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আ’লীগ নেতা মুরাদকে দুদকের জিজ্ঞাসাবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
আ’লীগ নেতা মুরাদকে দুদকের জিজ্ঞাসাবাদ শাহে আলম মুরাদ

ঢাকা: ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাকান গ্রুপের চেয়ারম্যান শাহে আলম মুরাদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম তাকে জিজ্ঞাসাবাদ করছেন।



অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১ ফেব্রুয়ারি তাকে তলবি নোটিশ পাঠায় দুদক। নোটিশে তাকে দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টায় হাজির হতে বলা হয়েছে।

অভিযোগ রয়েছে, শাহে আলম মুরাদ জোর করে মাকান গ্রুপের চেয়ারম্যান হয়েছেন। ডিজনী ডিজাইন অ্যান্ড ডেভেলপার হঠাৎ করেই মুরাদ দখল করে নিয়েছেন। এছাড়া নামে বেনামে তার বিপুল পরিমাণ সম্পদ আছে বলে দুদকে আসা অভিযোগে উল্লেখ রয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এডিএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।