ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে ওপেন হাউজ ডে পালন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
সাভারে ওপেন হাউজ ডে পালন

সাভার (ঢাকা): সাভারে সাধারণ জনগণের সঙ্গে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়িয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে ওপেন হাউজ ডে পালন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকালে সাভারের রাজ ফুলবাড়িয়ার ভরারি বটতলা এলাকায় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ৪নং ওর্য়াডের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে এলাকার মাদক বাণিজ্য, রাস্তাঘাট উন্নয়ন, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ে সর্বস্তরের জনসাধারণ জনপ্রতিনিধিদের কাছে তাদের অভিযোগ তুলে ধরেন ও পরামর্শ দেন।

এসময় এলাকাবাসী জানান, মাদক বিস্তারের ফলে পারিবারিক, সামাজিকভাবে অপরাধের মাত্রা বেড়ে যাওয়াসহ চুরি, ছিনতাই, খুনের ঘটনা ঘটছে। এলাকাবাসীকে মাদক ব্যবসায়ীদের ও মাদকসেবীদের তথ্য জনপ্রতিনিধিদের কাছে দেওয়ার অনুরোধ জানানো হয়। আলোচনায় এলাকার ছোট-বড় অনেক সমস্যা ও তার সমাধান উঠে আসে।

বেসরকারি প্রতিষ্ঠান ডেমোক্রেসি ওয়াচ’র সহযোগিতায় আলোচনা সভায় অংশ নেন ইউপি সদস্য আইয়ুব আলী, শাহিনূর বেগম, ইউপি সচিব আব্দুল বারেক, স্থানীয় যুবলীগ নেতা কাউয়ুম, আসলামসহ অনেকে।

এখন থেকে প্রতি মাসে এ ধরনের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন ইউপি সদস্য আইয়ুব আলী।
 
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯,২০১৬
এসএনএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।