ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোর্শেদ (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বেনাপোল স্থলবন্দরের রফতানি গেটের পাশে এই দুর্ঘটনা ঘটে।



নিহত মোর্শেদ বেনাপোলের বোয়ালিয়া গ্রামের চারু ব্যাপারির ছেলে।

স্থানীয়রা জানায়, মোর্শেদ স্থলবন্দর এলাকায় একটি মার্কেটে নির্মাণ কাজ করছিলেন। এ সময় মার্কেটের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনে অসাবধানতাবশত হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।