সাভার (ঢাকা): সাভারে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর দায়ে চালকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসষ্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম।
লাইসেন্স বিহীন গাড়ি আটক ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা চলছে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে। সকাল থেকে দুপুর পর্যন্ত হেমায়েতপুর বাসষ্ট্যান্ডে বেশ কয়েকটি বাস ও ট্রাক জব্দ করে পাঠানো হয়েছে ডাম্পিংয়ে। এছাড়াও ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানের সময় যাত্রীরা দুর্ভোগে পড়েন। অভিযান পরিচালনা করার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসের সংখ্যাও তুলনামূলকভাবে কম যায়। এদিকে স্থানীয়রা ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানকে স্বাগত জানিয়েছেন।
স্থানীয়রা এসময় বলেন, আমরা আগেও বলেছি, শতভাগ আইন মেনেই গাড়ি রাস্তায় বের করতে হবে। আশাকরি এ অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, আজকের অভিযানে ফিটনেস না থাকায় বেশ কয়েকটি বাস ও ট্রাক জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। এছাড়া ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় লাইসেন্স না থাকায় চালকদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দেওয়া হয়।
তিনি আরো বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালাচ্ছে। দীর্ঘদিন ধরে এ বাসগুলোর ফিটনেস নেই। এগুলো ঢাকার রাস্তায় চলাচলের অনুপযোগী। বাসগুলোর মালিকদের আগেই সতর্ক করে মামলা দেওয়া হয়েছিল। এরপরও তারা বাস ঠিক করেনি। তাই এবার মামলা না দিয়ে সরাসরি ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। পরিস্থিতি সহনশীল না হওয়া পর্যন্ত ফিননেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এছাড়া চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়। অভিযানের সময় বিআরটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যাক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯,২০১৬
বিএস