ঢাকা: ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাকান গ্রুপের চেয়ারম্যান শাহে আলম মুরাদ দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে নিজেকে নির্দোষ দাবি করেছেন। রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম তাকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদ শেষে বের হওয়ার সময় দুদকের প্রধান ফটকে মুরাদ সাংবাদিকদের বলেন, 'আমি কোনো কোম্পানি দখল করিনি, নিয়ম অনুযায়ী দায়িত্ব পেয়েছি। আমি প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার’।
মুরাদ আরও বলেন, ‘আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কোনো কোম্পানি দখল করে চেয়ারম্যান হইনি। কোম্পানির নিয়ম অনুযায়ী দায়িত্ব পেয়েছি’।
‘আমি রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হয়েছি। এ বিষয়ে দুদকের কর্মকর্তাকে সব বলেছি’ বলেও মন্তব্য করেন তিনি।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ০১ ফেব্রুয়ারি শাহে আলম মুরাদকে তলবি নোটিশ পাঠায় দুদক। নোটিশে তাকে দুদকের প্রধান কার্যালয়ে ০৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় হাজির হতে বলা হয়।
অভিযোগ রয়েছে, শাহে আলম মুরাদ জোর করে মাকান গ্রুপের চেয়ারম্যান হয়েছেন। ডিজনি ডিজাইন অ্যান্ড ডেভেলপার কোম্পানি হঠাৎ করেই দখল করে নিয়েছেন তিনি। এছাড়া নামে-বেনামে তার বিপুল পরিমাণ সম্পদ আছে বলে দুদকে আসা অভিযোগে উল্লেখ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এডিএ/এএসআর
** আ’লীগ নেতা মুরাদকে দুদকের জিজ্ঞাসাবাদ