নাটোর: নাটোর সদর উপজেলার গোয়ালদিঘী কৃষ্ণপুর গ্রামে ফসলি জমি কেটে পুকুর কাটার দায়ে জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নায়িরুজ্জামানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ফসলি জমিতে পুকুর কাটার দায়ে জমির মালিক আয়েজ উদ্দিনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নায়িরুজ্জামান তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিনমাসের কারাদণ্ডাদেশ দেন।
আদালতের বিচারক ইউএনও নায়িরুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
আরএ