ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইউপি-তে হিসাব সহকারী পদে লোক নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
ইউপি-তে হিসাব সহকারী পদে লোক নিয়োগ

জাতীয় সংসদ ভবন থেকে: দেশের ইউনিয়ন পরিষদগুলোতে হিসাব সহকারী পদে লোক নিয়োগের চিন্তা-ভাবনা করছে সরকার। এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউনিয়ন পরিষদের জন্য হিসাব সহকারী পদ সৃষ্টির কার্যক্রম হাতে নিয়েছে।

হিসাব সহকারী একই সঙ্গে কম্পিউটার অপারেটরের দায়িত্বও পালন করবেন।

নিয়োগের ব্যাপারে ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে বলে সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
 
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে সরকার দলীয় (চট্টগ্রাম-৪) সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, হিসাব সকহারী কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগে অর্থ বিভাগের সম্মতি পাওয়া যায়নি।

অর্থ বিভাগের সম্মতি পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।