ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আতঙ্কে স্কুলে যেতে পারছে না রাব্বী

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
আতঙ্কে স্কুলে যেতে পারছে না রাব্বী ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা) : সেপটিক ট্যাংক থেকে বেঁচে ফিরে আসা শিশু রাব্বী ভয়ে আতঙ্কে যেতে পারছে না স্কুলে। সেই সঙ্গে আতঙ্কে আছেন তার স্বজনেরা।



মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছে শিশুটির পরিবার।

সংবাদ সম্মেলনে শিশুটির পরিবার জানায়, শনিবার (০৬ ফ্রেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার নরসিংহপুরের নিজ বাসা থেকে রাব্বীকে অপহরণ করে নিয়ে যায় বিদ্যুত নামে এক ব্যক্তি। পরে পরিস্থিতি আঁচ করতে পেরে বাড়ির পাশে থাকা পরিত্যক্ত ৩০ ফুট গভীর সেপটিক ট্যাংকে রাব্বীকে ফেলে পালিয়ে যায় সে। পরে তাদের মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ বিদ্যুতকে গ্রেফতার করলেও আসামির পক্ষ থেকেই এবার হুমকি ধামকি দেওয়া হচ্ছে অসহায় পরিবারটিকে।

সংবাদ সম্মেলনে কান্না জড়িত কন্ঠে রাব্বীর মা ময়না বেগম জানান, রাব্বীকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে সেপটিক ট্যাংকে ফেলে হত্যার চেষ্টাকারীর পক্ষ থেকেই এখন মামলা তুলে নেয়ার জন্যে চাপ দেওয়া হচ্ছে। আর মামলা তুলে না নেয়া হলে এ বার শিশুটিকে মেরেই ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময় সন্তানের জীবন রক্ষার্থে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনাসহ আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা,ফেব্রুয়ারি ০৯, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।