জাতীয় সংসদ ভবন থেকে: দশম সংসদের নবম অধিবেশনে পাস হওয়া ৩টি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ফলে বিল তিনটি আইনে পরিণত হলো।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখার উপ-পরিচালক মো. নূরুল হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে জাতীয় সংসদে গৃহীত ‘বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল বিল, ২০১৬’, ‘রেলওয়ে নিরাপত্তা বাহিনী বিল, ২০১৬’ এবং ‘উদ্বৃত্ত সরকারি কর্মচারী আত্তীকরণ বিল, ২০১৬’ –এ সম্মতি জ্ঞাপন করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসএম/এমজেএফ