ঢাকা: প্রতি বছরের মতো এবারও জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। আগামী শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সংসদ ভবনের পাশে রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে এ পূজা অনুষ্ঠিত হবে।
সব ধর্মের প্রতি সম্মান জানাতে জাতীয় সংসদ সচিবালয় প্রতিবছরই এই উদ্যোগ নিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় হিন্দু সম্প্রদায়ের জ্ঞানের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।
গতবারের মতো এবারও পূজা শুরু হবে সকাল ৮টায়। এরপর পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হবে সকাল ১০টা ১৫ মিনিটে। এছাড়াও বিকেল ৫টায় সংক্ষিপ্ত কথামালাসহ পূজা ও স্বদেশ পর্যায়ের গান, নৃত্যনাট্য ও শাপমোচন অনুষ্ঠিত হবে।
পূজা অনুষ্ঠানে বিকেলের দিকে উপস্থিত থাকবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়াও জাতীয় সংসদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সারস্বতোৎসব সমন্বয় পর্ষদ ও জাতীয় সংসদ সচিবালয় পূজা অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম পরিচালনায় থাকবে।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসএম/এমজেএফ/