ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশের কার্যক্রমে এমপি ওমরের ক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
পুলিশের কার্যক্রমে এমপি ওমরের ক্ষোভ

জাতীয় সংসদ ভবন থেকে: পুলিশের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির বগুড়া-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের  দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, দেশে কি পুলিশি রাজত্ব কায়েম হয়েছে? মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ তাহলে কি এটাই সত্য?
 
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এভাবে ক্ষোভ প্রকাশ নুরুল ইসলাম।


 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) একটি কাজে সচিবালয়ে যাই। প্রয়োজনীয় একটি কাগজ বাইরে থাকায় ব্যক্তিগত সহকারীকে (পিএ) গাড়ি দিয়ে পাঠিয়ে দেই কাগজটি আনতে। যখন পিএ গাড়ি নিয়ে আবার সচিবালয় ঢুকতে যায় তখন কর্তব্যরত পুলিশ তাকে ঢুকতে দেয়নি।
 
তারা (পুলিশ সদস্যরা) বলেছে এমপি সাহেব নাই তাই আপনাকে যেতে দেবো না। এরপর পিএ আমাকে ফোনে চেষ্টা করে, আমি তাকে বলি যে দায়িত্বে আছে তাকে দাও। পুলিশ সদস্য বলেছে আমরা কারো সাথে কথা বলবো না। কোনো কথাই তারা শোনেনি। পরে আমি পিএ কে বললাম ঠিক আছে তোমাকে যেহেতু আসতে দিচ্ছে না, তাহলে বাইরে থাকো, আমি আসছি। এরপর তাকে বাইরেও যেতে দেবে না। পরে আমি যখন গেলেম তখন পুলিশ সদস্যদের বললাম ঘটনাটা কী? দেশে কি ‘মার্শাল ল’ নাকি জরুরি অবস্থা জরি হয়েছে? আপনারা আসতেও দেবেন না, যেতেও দেবেন না ঘটনাটা কী? এ সময় আমি পুলিশ সদস্যদের বললাম আপনাদের একজন অফিসারকে ডাকেন, পরে একজন এসআইকে পেলাম, তাকে বললাম আপনি যেতেও দিচ্ছেন না, আসতেও দিচ্ছেন না। তাহলে কি আমাকে গ্রেফতার করবেন, আটকে রাখবেন!’
 
পুলিশের আচরণে ক্ষোভ প্রকাশ করে সংসদ অধিবেশনে নুরুল ইসলাম আরও বলেন, এটা কোন ধরনের আচরণ? একজন এমপির সাথে পুলিশ কী আচরণ করবে সেটা জানে না। আজ আমার একটি কথাই বেশি মনে পড়ছে, কয়েকদিন আগে দেখেছি পত্রিকায় ‘মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ’। তাহলে কি এটাই সত্যি।
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।