সিলেট: সিলেট নগরীর তিন ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় মেয়াদ উত্তীর্ণ ওষুধ।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নকল ও মেয়াদ উত্তীর্ণ ওষধ বিক্রির দায়ে নগরীর শিবগঞ্জে অবস্থিত আইএস ফার্মেসিকে ৫ হাজার, ইসলামপুরে অবস্থিত মায়া ফার্মেসিকে ২ হাজার ও শাহপরাণ মাজার এলাকায় অবস্থিত জনসেবা ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জব্দ হয় বিভিন্ন ধরনের ১০ হাজার নকল ওষুধ। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা,ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এএএন/ওএইচ/আরআই