ঢাকা: রাজধানীতে দগ্ধ চা দোকানি বাবুল মাতুব্বর হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছে বেশ কয়েকটি সংগঠন।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ‘বাবুলের হত্যাকারীদের গ্রেফতার কর, বিচার কর’ শীর্ষক সমাবেশে এ দাবি জানান সংগঠনগুলোর নেতারা।
জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণফ্রন্ট যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম বলেন, পুলিশের হাতে আহত হওয়ার পর চা বিক্রেতা বাবলু মাতুব্বরের মৃত্যু হয়। কিন্তু ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল বলেছেন ‘এগুলো বিচ্ছিন্ন ঘটনা’, যা তিনি সব সময় বলে থাকেন।
এ সময় তিনি চা বিক্রেতা বাবলু মাতুব্বরের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান।
জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিমের সভাপিতত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় গণফ্রেন্টর সমন্বয়ক টিপু বিশ্বাস, নয়া গণতান্ত্রিক গণমোর্চা'র সভাপিত জাফর হোসেন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ'র সভাপতি মাসুদ খান প্রমুখ।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাতে শাহ আলী থানার গুদারাঘাট এলাকায় চা বিক্রেতা বাবলু মাতুব্বরের কাছে চাঁদা দাবি করে একদল পুলিশ সদস্য। চাঁদা দিতে অস্বীকার করায় পুলিশ লাঠি দিয়ে কেরোসিনের স্টোভে সজোরে আঘাত করলে বাবুলের সারা শরীরে আগুন লেগে যায়। পরে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ ফেব্রুয়ারি মারা যান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা,ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসজেএ/আরইউ/আরএইচএস/এএ