ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বাধীনতার সুফল ভোগ করতে প্রয়োজন ত্যাগী নেতাদের অনুসরণ

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
স্বাধীনতার সুফল ভোগ করতে প্রয়োজন ত্যাগী নেতাদের অনুসরণ ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হলে মরহুম অ্যাডভোকেট সাহাব উদ্দিন আহমদের মত ত্যাগী নেতাদের জীবন চরিত অনুসরণ করতে হবে।

মঙ্গলবার বিকেলে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে অ্যাডভোকেট সাহাব উদ্দিন আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।



কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সাহাব উদ্দিন আহমদকে জাতির পিতার আদর্শের একজন খাঁটি  নেতা আখ্যায়িত করেন চট্টগ্রাম সিটি মেয়র।

কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আ জ ম নাছির উদ্দিন বলেন, আওয়ামী লীগের দুর্দিনের এ কান্ডারী আইনপেশার পাশাপশি গরীব দুঃখিদের সেবার দায়িত্বও কাঁধে নিয়েছিলেন। এ কারণে অ্যাডভোকেট সাহাব উদ্দিন আহমদ গরীব ও দুঃখি মানুষের প্রকৃত বন্ধু হিসেবে খুব পরিচিত ছিলেন।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু দুঃখি মানুষের মুখে হাসি  ফুটাতে কর্ম পরিকল্পনা প্রণয়ন করার পর ঘাতকেরা তাঁকে নির্মমভাবে হত্যা করে।   তাঁর কর্ম পরিকল্পনা বাস্তবায়ন হতে দেয়নি। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সুদক্ষ নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে।

বাংলাদেশ আজ বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্টিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিনত হবে। এ লক্ষে বাংলাদেশের উন্নয়ন দ্রুত এগিয়ে যাচ্ছে।

সিটি মেয়র জঙ্গী ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করে দেশে বিরাজমান শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান।

কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু তালেব।

সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, আশেক উল্লাহ রফিক, পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম আহমদ হোসেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়ঃ ১৯৪১ ঘন্টা, ফেব্রুয়ারি০৯
টিটি/ এমইউ/ টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।