ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাবুল হত্যাকাণ্ডের দ্বিতীয় তদন্ত প্রতিবেদন জমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
বাবুল হত্যাকাণ্ডের দ্বিতীয় তদন্ত প্রতিবেদন জমা বাবুল

ঢাকা: চাঁদার টাকা না পেয়ে মিরপুরের চা দোকানি বাবুল মাতুব্বরকে আগুন দেওয়ার ঘটনায়, তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশের মিরপুর বিভাগ।
 
মঙ্গলবার ( ০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) কাইয়ুমুজ্জামানের কাছে অতিরিক্ত ডিসি (এডিসি) মাসুদ আহমেদ ও সহকারী কমিশনার (এসি) মাহবুব হোসেন এ রিপোর্ট হস্তান্তর করেন।


 
ডিএমপি মিডিয়া সেন্টারের ডিসি মারুফ হোসেন সরদার বিষয়টি জানান। তবে প্রতিবেদনে কারও বিষয়ে অভিযোগের সত্যতা মিলেছে কিনা তা জানাননি তিনি।
 
এর আগে, বুধবার (০৩ ফেব্রুয়ারি) মিরপুরের শাহ আলীতে চাঁদা না পেয়ে বাবুলকে আগুন দিয়ে হত্যার অভিযোগ ওঠে পুলিশ ও পুলিশ সোর্সের বিরুদ্ধে। এ ঘটনায় শাহ আলী থানার ওসিসহ ছয় পুলিশকে প্রত্যাহার করা হয়। ঘটনার পরদিন ডিএমপি হেডকোয়ার্টার্স ও মিরপুর বিভাগ আলাদা দু’টি তদন্ত কমিটি গঠন করে।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এনএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।