ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাঝরাতের সরব রাজধানী...

জিএম মুজিবুর, স্টাফ ফটো-করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
মাঝরাতের সরব রাজধানী... ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজধানী ঘুরে: নানা প্রয়োজনে রাতেও জেগে থাকেন ব্যস্ত রাজধানীর অনেকেই। শহুরে জীবনের ২৪ ঘণ্টাই কোনো না কোনো কাজের, মাঝরাতেও তাই সরব এ নগরী।

 

মাত্র এগারো দিন বয়সী আদরের কন্যা অসুস্থ, বিমর্ষ মা লাবনী আক্তার তাই শিশু হাসপাতালের দুয়ারে।  

টানা ১২ ঘণ্টার কঠিন ডিউটি তাদের, হাসপাতালের নিরাপত্তায়।

চলছে সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর সৌন্দর্য বর্ধনের কাজ। ছবিটি বনানী ডিওএইচএস’র সামনে থেকে তোলা।  

যেনো তারাও বোঝেন, ‘জন্মিলে মরিতে হবে’। তাই দৃঢ়পায়ে মৃত্যুর দিকে গরু-মহিষের পাল।  

আবুল কাশেম মাঝরাতেও যাত্রীর অপেক্ষায়। কারণ, পেট রাত-দিন মানে না! 

গা ভর্তি তাদের ধুলা-ময়লা। কিন্তু উচ্ছ্বাস তাদের অমলিন। জীবন্ত না হয়েও যেনো অনেক জীবন্ত বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের বিজয়ী ভাস্কর্যগুলো।  

শিগগিরই নতুন রূপে দেখা যাবে এ মোড় ও ভাস্কর্য- আরও পরিচ্ছন্ন। নতুন করে গাছ লাগাতে মাটি কাটা হচ্ছে। এ মাটি যাবে তেজগাঁও।  

রাতে ডিপ্লোমেটিক জোনের নিরাপত্তায় চলছে গাড়ি তল্লাশি।
 
বাংলাদেশ সময়: ০৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসকেএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।