ঢাকা: রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল মোত্তাকিনকে তথ্য অধিকার আইনে জরিমানা করেছে তথ্য কমিশন। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) তথ্য কমিশন সূত্রে এ তথ্য জানা যায়। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) এই জরিমানা এবং নির্দেশ দেয় তথ্য কমিশন।
সূত্র জানায়, আলাউদ্দিন আল মাছুম নামে একব্যক্তি হাইকোর্টের একটি নির্দেশ ভাটারা থানায় পৌঁছেছে কিনা জানতে চেয়ে আবেদন করেন। ওসি ওই আবেদন গ্রহণে অস্বীকার করলে মাছুম তথ্য কমিশনে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তথ্য কমিশন ওসি কে ডেকে পাঠায়। কিন্তু তিনি উপস্থিত হননি।
শুনানিতে হাজির না হওয়ায় এবং প্রয়োজনীয় তথ্য না দেওয়ায়, তথ্য অধিকার আইনে ওসি নুরুল মোত্তাকিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অমান্য করায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
শুনানির সময় প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান, কমিশনার নেপাল চন্দ্র সরকার ও অধ্যাপক খুরশীদা বেগম সাঈদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আরইউ/টিআই