গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসায়ী তরুণ দত্তকে (৪৫) নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে উপজেলা বণিক সমিতির নেতাকর্মী ও বিক্ষুদ্ধ এলাকাবাসী।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টা থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।
স্থানীয়রা জানান, উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা বণিক সমিতি ও বিক্ষুদ্ধ এলাকাবাসী স্থানীয় সোনালী ব্যাংকের সামনে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে।
এসময় তারা ব্যবসায়ী তরুণ দত্তের হত্যার প্রতিবাদ ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার দাবিতে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিচ্ছেন।
এসময় বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা বণিক সমিতির সভাপতি নাজমুল হক টুকুসহ অন্যান্যরা।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে শহরের বর্ধনকুঠি এলাকায় একটি ডোবার পাশ থেকে ব্যবসায়ী তরুণ দত্তের মস্তকবিহীন মৃতদেহ ও ডোবা থেকে মাথা উদ্ধার করে পুলিশ।
এর প্রতিবাদে ওই দিন শহরের সব দোকানপাট বন্ধ রেখে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ধর্মঘট পালন করেন উপজেলা বণিক সমিতি। ধর্মঘট থেকে আজকের এ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন তারা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বিক্ষুব্ধদের শান্ত করে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।
নিহত তরুণ দত্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের গোলাপবাগ বাজারের মৃত হীরেন্দ্র নাথ দত্তের ছেলে। তিনি বাড়ির সামনে দোকানে শিলপাটা ও ড্রাম-হার্ডওয়্যার সামগ্রীর ব্যবসা করতেন।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসএইচ