ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পেট থেকে বের হলো ৪৫ লাখ টাকার সোনা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
পেট থেকে বের হলো ৪৫ লাখ টাকার সোনা! ছবি: প্রতীকী

ঢাকা: পেটে ৯টি সোনার বার নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক রোমান তালুকদার (৩৫) কোনো অপারেশন ছাড়াই নিজে'ই পেটের ভেতর থেকে বের করেছেন সোনার বারগুলো।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে শাহজালাল বিমানবন্দরে সোনা চোরাচালানকারী রোমান নিজ চেষ্টায় বারগুলো বের করেন।

পরে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর ওই সোনার বারগুলো জব্দ করে।

বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ জাকারিয়া বাংলানিউজকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় আটক হন রোমান তালুকদার। পরে অপারেশনের মাধ্যমে বারগুলো বের করার কথা থাকলেও রোমান নিজেই বারগুলো বের করতে পারায় অপারেশন করতে হয়নি।

তিনি আরো জানান, জব্দকৃত প্রতিটি বারের ওজন ১'শ গ্রাম করে। আর এই বারগুলোর মূল্য আনুমানিক ৪৫ লাখ টাকা।

আটক রোমান কুমিল্লার দাউদকান্দির বাসিন্দা। তিনি মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের বিজি-০১৮৭ ফ্লাইটে করে শাহজালাল বিমানবন্দরে আসেন।
 
রোমানের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
 
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এনএইচএফ/আরএইচএস

**  শাহজালালে পেটে ৯ বার সোনাসহ তরুণ আটক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।