ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরকে বিভাগ করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
যশোরকে বিভাগ করার দাবি ছবি: রানা/বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: যশোর জেলাকে বিভাগ ঘোষণা ও প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সাথে মাগুরা জেলাকে অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়েছে ঢাকাস্থ বৃহত্তর যশোর সমিতি ও যশোর বিভাগ আন্দোলন পরিষদ।
 
বুধবার(১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।


 
লিখিত বক্তব্যে বৃহত্তর যশোর সমিতির সাধারণ সম্পাদক কাজী রফিকুল ইসলাম বলেন, যশোর শুধু জেলাই নয়, এটি যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইলের মানুষের আত্মার হৃদস্পন্দন।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিকেন্দ্রিকরণ করতে দেশের অনেক পুরনো জেলাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ময়মনসিংহ সরকারের নতুন সংযোজন।
 
তিনি বলেন, যশোর কেবল দেশের সবচেয়ে পুরনো জেলাই নয়, সমগ্র ভারতের মধ্যে প্রথম জেলা। স্বাধীনতার পর দেশের ১৯টি জেলার মধ্যে যশোর একটি জেলা। খুলনা এক সময় যশোরের মহকুমা বলে পরিচিত ছিলো। কিন্তু বাংলার প্রাচীন ও ঐতিহ্যবাহী এই জেলাটিকে ভারত বিভাগের পর থেকেই অবহেলা করা হয়েছে।
 
তিনি বলেন, বৃহত্তর যশোরের মধ্যে যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল একটি মালার চারটি ফুল। যশোর সমিতি এই চারটি জেলাকে আত্মার বাঁধনে বেঁধে রেখেছে। আমরা জেনেছি, ফরিদপুরকে বিভাগ ঘোষণার জন্য সরকারের মধ্যে পরিকল্পনা চলছে। এই পরিকল্পনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু মাগুরা জেলাকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগের আওতাভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। মাগুরাকে বৃহত্তর যশোর থেকে আলাদা করে ফরিদপুর বা অন্য বিভাগে সাথে সম্পৃক্ত করা যাবে না।
 
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর বিভাগ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক প্রকৌশলী আব্দুস সাত্তার, সদস্য সচিব হাসানুজ্জামান বিপুল, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির সাধারণ সম্পাদক তালুকদার হুমায়ূন কবীর, বৃহত্তর যশোর জেলা সমিতির সহ-সভাপতি জামাল উদ্দিন আহমেদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
টিএইচ/এনএইচএফ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।