বরিশাল: বরিশাল নগরীর বালুঘাট এলাকা থেকে ১০ মণ জাটকাসহ আটক মাছ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী লুৎফুল হাসান এ জরিমানা করেন।
এর আগে বরিশাল নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা মঙ্গলবার মধ্যরাতে দশমিনা উপজেলার ফয়েজউদ্দিন হাওলাদারের ছেলে ও মৎস্য ব্যবসায়ী বাচ্চু হাওলাদারকে ১০ মণ জাটকাসহ আটক করে।
নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, কালাইয়া বাজার থেকে ১০ মণ জাটকা বরিশাল পোর্ট রোডের মাছ ব্যবসায়ী নাসির মিয়ার আড়তে আনা হচ্ছিলো। পথে বালুর ঘাটে পৌঁছলে জাটকাগুলো জব্দ এবং বাচ্চুকে আটক করা হয়।
পরে বুধবার সকালে বাচ্চুকে ভ্রামম্যাণ আদালতে হাজির করা হয় এবং জাটকাগুলো মৎস অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আরএ/