সাভার (ঢাকা): সুদের টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় সাভারে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে বেলাল হোসেন নামের এক চা-বিক্রেতাকে পেটানোর অভিযোগ উঠেছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালের সাভার পৌর এলাকার গেন্ডা ছাপড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত চা বিক্রেতা বেলাল হোসেন বাংলানিউজকে জানান, কয়েক মাস আগে গেন্ডায় বসবাসরত ডিএমপির পুলিশ কনস্টেবল মিজানুর রহমানের কাছ থেকে সুদে সাত হাজার টাকা ঋণ নেন তিনি। এ ঋণের বিপরীতে প্রতি মাসে এক হাজার টাকা করে লাভ দেওয়ার কথা ছিল তার।
তিনি আরও জানান, বুধবার সকালে ওই পুলিশ কনস্টেবল সুদের সাত হাজার টাকার জন্য চাপ দেন বেলালকে। টাকা দিতে কয়েকদিন দেরি হবে বলে জানালে পুলিশ সদস্য মিজানুর তাকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
ঘটনা নিশ্চিত করে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার রাসেল শেখ বলেন, চা-বিক্রেতাকে পিটিয়ে আহত করার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু অভিযুক্ত পুলিশ সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে, তাই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসএইচএন/আরএইচ/এএসআর