ঢাকা: শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার-২০১৫ পাওয়ায় বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তা সুজন বড়ুয়াকে অভিনন্দন জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে একাডেমির সভাকক্ষে আনন্দ অনুষ্ঠান থেকে বক্তারা তাকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত চিত্রশিল্পী হাশেম খান।
সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রাবন্ধিক ড. হায়াৎ মামুদ, কথাসাহিত্যিক রশীদ হায়দার, কথাসাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া, কথাসাহিত্যিক সুব্রত বড়ুয়া, শিশুসাহিত্যিক শাহ্জাহান কিবরিয়া, শিশুসাহিত্যিক আখতার হুসেন, শিশুসাহিত্যিক খালেক বিন জয়েনউদদীন, প্রাবন্ধিক গবেষক ড. বিশ্বজিৎ ঘোষ, ছড়াশিল্পী লুৎফর রহমান রিটন, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, প্রাবন্ধিক আহমাদ মাযহার, শিল্পী সৈয়দ ইকবাল, শিশুসাহিত্যিক রহীম শাহ, শিশুসাহিত্যিক নাসের মাহমুদ, শিশুসাহিত্যিক আলম তালুকদার, শিশুসাহিত্যিক নাসরীন মুস্তাফা, শিশুসাহিত্যিক মুস্তাফা মাসুদ, শিশুসাহিত্যিক রাশেদ রউফ, অধ্যক্ষ আনোয়ারা আলম, বিজ্ঞান লেখক অপরেশ বন্দ্যোপাধ্যায়, শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশ, শিশুসাহিত্যিক মালেক মাহমুদ, শিশুসাহিত্যিক মামুন সারওয়ার, শিশুসাহিত্যিক জাকির হোসেন চৌধুরী।
এসময় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এটি/
** এবার একুশে পদক পাচ্ছেন ১৬ জন