চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল ষষ্ঠ শ্রেণির ছাত্রী মারিজা খাতুন ওহিদা।
মারিজা শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জ ঝাড়ুটোলা গ্রামের আ. গফুর মণ্ডলের মেয়ে ও জমিনপুর হররোজ আলী দাখিল মাদ্রার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
বুধবার শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ এলাকায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী মারিজার বিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আফাজ উদ্দিন শিবগঞ্জ থানা পুলিশের একটি দল নিয়ে কনের বাড়িতে গিয়ে তাৎক্ষণিক বিয়ে বন্ধ করে দেন।
পরে দুপুরে কনের বাবা আ. গফুর মণ্ডলকে আটক করা হয়। তবে গফুর মণ্ডল পরিবারের একমাত্র উর্পাজনক্ষম ব্যক্তি হওয়ায় তার সাজা মওকুফ করে দেন। এ সময় মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে দিবেন না বলে কনের বাবার কাছ থেকে মুচলেকা নেন।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইরতিজা আহসান বলেন, বিকেল ৪টার দিকে গফুরকে ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আরএ