মুন্সীগঞ্জ: গোমতী সেতুর দক্ষিণে ২য় গোমতী সেতু নির্মাণের জন্য নির্ধারিত স্থানের অবৈধ স্থাপনাসহ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
সূত্র জানায়, দ্বিতীয় গোমতী সেতু নির্মাণের নির্ধারিত স্থানে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা নির্মাণ ও পুরনো ফেরিঘাট বাজার এলাকায় সড়ক ও জনপথের জায়গায় দোকানঘর নির্মাণ করে ব্যবসা করে আসছিল স্থানীয়রা।
দখল হওয়া এসব জায়গা উদ্ধারের জন্য বুধবার সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। বিকেল ৫টা পর্যন্ত চলা অভিযানে তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানের দায়িত্বে থাকা সওজ'র কর্মকর্তা জাকির আলম জানান, উচ্ছেদ অভিযান সম্পর্কে দুই মাস আগে নোটিশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে কিছু ব্যবসায়ী তাদের দোকানঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন। যেসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হয়নি, সেগুলো উচ্ছেদ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এমজেড