ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিসিসি’র বর্জ্য ব্যবস্থাপনার পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ডিসিসি’র বর্জ্য ব্যবস্থাপনার পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

ঢাকা: রাজধানীর দুই সিটি করপোরেশন থেকে বর্জ্য ব্যবস্থাপনায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা তিন মাসের মধ্যে আদালতে দাখিলের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (১০ ফেব্রুয়ারি) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।



আদালতের এ আদেশ পালন করবেন দুই সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা।

আইন অনুসারে বর্জ্য ব্যবস্থাপনায় যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না- উল্লেখ করে গত ০৭ জানুয়ারি রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবির।

তিনি জানান, প্রতিবেদন চাওয়ার পাশাপাশি আদালত রুলও জারি করেছন। রুলে বর্জ্য ব্যবস্থাপনায় আইন অনুসারে কেন যথার্থ পদক্ষেপ নেওয়া হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

চার সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সরকার সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, দুই সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মহিদুল কবির আরও জানান, ১৯ মে এ রিট আবেদনটি পরবর্তী শুনানির জন্য কার্যতালিকায় আসবে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।