ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘সাগর-রুনি হত্যা রহস্য উন্মোচন যেকোন দিন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
‘সাগর-রুনি হত্যা রহস্য উন্মোচন যেকোন দিন’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য যেকোন দিন উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
 
তিনি বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তভার র‌্যাবকে দেওয়া আছে।

উচ্চ আদালতের দিক-নির্দেশনা র‌্যাব গ্রহণ করছে।  
 
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা হিসেবে জয়পুরহাটকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার জন্য পুলিশ র‌্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা একযোগে কাজ করছেন। তবে, জনগণকে মাদকের ভয়াবহতা সম্বন্ধে সচেতন হতে হবে।  
 
জেলা প্রশাসক আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, ফায়ার সার্ভিসের মহা পরিচালক আলী আহম্মেদ খান, পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব নন্দলাল পার্শী, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন প্রমুখ।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে মাদক অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে। সেই সঙ্গে জনগণকে শতভাগ নিরাপত্তা প্রদানের লক্ষে এই সরকারের সময়েই পুলিশ বাহিনীতে ৫০ হাজার পুলিশ সদস্য অন্তর্ভুক্ত করা হবে।
 
পুলিশসহ যেকোন বাহিনীর সদস্যের কোনো অপকর্ম মেনে নেওয়া হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, অপরাধী যে সংস্থারই হোক না কেন, আইন কাউকে ছেড়ে কথা বলবে না।  
 
আগে এদেশে কাউকে গ্রেফতার করা হলে একটি টেলিফোনে অপরাধীকে ছেড়ে দেওয়া হতো, কিন্তু এখন আর সেই সময় নেই। বর্তমান সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিন বদলের ডিজিটাল বাংলাদেশ গড়ার সময়। প্রধানমন্ত্রী সময় উপযোগী একটি আধুনিক বাংলাদেশ গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী সনাক্ত করতে ক্রিমিনাল ডেটাবেজ তৈরির কাজ দ্রুত এগিয়ে চলেছে। যে ডেটাবেজের মাধ্যমে একজন অপরাধীর সারা জীবনের অপরাধকর্ম সংরক্ষণ করা থাকবে এবং সেই অনুযায়ী বিচার কাজ পরিচালনা করা হবে।   
 
সভা শেষে মন্ত্রী পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে, তিনি আক্কেলপুর পৌর শহরের মুকিমপুরে স্থাপিত ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করেন এবং আক্কেলপুর এমআর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।