ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘রাজাকারকে রাজাকার বলেন না খালেদা’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
‘রাজাকারকে রাজাকার বলেন না খালেদা’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

জাতীয় সংসদ ভবন থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোনো দিনই রাজাকারকে রাজাকার বলেন না, বলেন  পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের দোসররা। তাই তিনি (খালেদা জিয়া) তো মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বির্তক সৃষ্টি করবেনই।



বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া জেগে ঘুমান তাই তার ঘুম ভাঙানো যাবে না, খালেদা জিয়া ষড়যন্ত্রের রাজনীতি করেন, তাই তাকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আনা সম্ভব নয়।

খালেদা জিয়া ও বিএনপি নেতাদের সমালোচনা করে তারানা হালিম বলেন, খালেদা জিয়া একবার অগ্নিসন্ত্রাস করে তিনি তার দলের হাত পুড়িয়েছেন। এবার শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক শুরু করে যে আগুন জ্বালিয়েছেন, সেই আগুনেই তার দল ভস্মীভূত হয়ে যাবেব।

সদ্য বিএনপি ত্যাগী শমসের মবিন চৌধুরীর সমালোচনা করে তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে চাকরি দিয়েছিল তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, যিনি পরবর্তীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হয়েছিলেন। তাদের ভুলে গেলে চলবে না। আমাদের অতীতের ইতিহাস মনে করেই চলতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসকে/এসএম/এমএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।