ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ‘ব্রতী’র মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
রাজশাহীতে ‘ব্রতী’র মতবিনিময় সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে স্বেচ্ছাসেবী আইন বিষয়ক সংগঠন ‘ব্রতী’র আয়োজনে ‘প্রান্তিক জনগোষ্ঠীর আইনে প্রবেশাধিকার নিশ্চিতকরণে গণমাধ্যমের কাছে প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর একটি রেস্তরাঁয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



এ সময় উপস্থিত ছিলেন- ব্রতী’র সমন্বয়কারী শুশান্ত বরন রায়, প্রশিক্ষণ সমন্বয়কারী রাজেন্দ্র কুমার দাশ ও রিজিওনাল কোঅর্ডিনেটর আশিক ইকবাল।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল আলম ফটিক, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম বাবু। এছাড়া সভায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রান্তিক জনগোষ্ঠী কিভাবে আইনের সহায়তা পেতে পারেন ও ব্রতী কিভাবে কাজ করে যাচ্ছে সভায় তা গণমাধ্যমের কাছে তুলে ধরা হয়। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর আইনি সেবা প্রদানে ব্রতীর কার্যক্রম, পরিবর্তন ও অর্জন বিষয়ে আলোচনা হয়।

ব্রতী’র সমন্বয়কারী শুশান্ত বরন রায় জানান, ব্রতী তরুণদের সামাজিক সমস্যা চিহ্নিত করে তা সমাধানে আইনি সহায়তা দিচ্ছে। তরুণদের মানবাধিকার সম্পর্কে ধারণা দিয়ে সামাজিক আন্দোলনের ডাক দিয়ে যাচ্ছে। ২৮টি ইউনিয়ন পরিষদের মোট ১১২টি গ্রামে সেবামূলক কাজ করেছে ও আরো ১১২টি গ্রামে কাজ করতে যাচ্ছে।

এছাড়াও ব্রতীর নিজস্ব হেল্পলাইন নম্বরে (০১৭২৯-৫০০৬৮৮) ফোন দিয়েও আইনি সেবা পাওয়া যাবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।