ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে আদালত চত্বর থেকে পলাতক আসামি পুনরায় গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
পঞ্চগড়ে আদালত চত্বর থেকে পলাতক আসামি পুনরায় গ্রেফতার ছবি: প্রতীকী

পঞ্চগড়: পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চত্বর থেকে পালিয়ে যাওয়া ডাকাতি মামলার আসামি উজ্জ্বলকে (৩২) পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পঞ্চগড় সদর থানা পুলিশ।



আসামি উজ্জ্বল জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের লাঠুয়াপাড়া এলাকার আজাহার আলীর ছেলে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, আদালত চত্বর থেকে পলাতক আসামির স্ত্রী নুরীনা বেগমকে সঙ্গে নিয়ে মোবাইল ফোনে কথা বলার মাধ্যমে কৌশলে তার অবস্থান জানতে পারি। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ হেফাজত থেকে পালানোর কারণে তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি ওসি।

পঞ্চগড় আদালত পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি জেলা শহরের সরকারি এক কর্মতার বাড়িতে ডাকাতি হয়। সে ঘটনায় মামলা দায়ের করা হলে ১৩ জানুয়ারি উজ্জ্বলসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।

ওই মামলায় আসামিদের জামিনের জন্য কোনো আইনজীবী স্বাক্ষর করেননি। তবে মামলার তারিখ অনুযায়ী তাদের আদালতে হাজির করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবিএম তারিকুল ইসলাম আবারও ওই চার আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পরে পুলিশ তাদের কাঠগড়া থেকে বের করে জেলহাজতে নিয়ে যাওয়ার সময় আদালতের বারান্দায় কনস্টেবল মোহাম্মদ আলীর হাত থেকে পালিয়ে যায় উজ্জ্বল। এ সময় তার হাতে কোনো হাতকড়া পড়ানো ছিলনা বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।