জাতীয় সংসদ ভবন থেকে: বিদ্যুতের বকেয়া বিল ৫ হাজার ৩৮১ কোটি টাকা। সর্বশেষ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সংস্থার নিকট এই বিল বকেয়া আছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমা ইসলামের এক প্রশ্নের উত্তরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য দেন।
লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য এমএ আউয়ালের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে কমবেশি দৈনিক ২৭৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে।
সরকার ২০০৯ সালে জানুয়ারি মাসে দায়িত্ব নেওয়ার সময় গ্যাসের দৈনিক গড় উৎপাদন ছিল ১৭৪৪ মিলিয়ন ঘনফুট। কিন্তু বর্তমানে তা বেড়ে দৈনিক ২৭৪০ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে।
‘বিগত ৭ বছরে গ্যাসের উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়লেও চাহিদা অধিক হারে বাড়ায় সরবরাহের তুলনায় এখন ঘাটতির পরিমাণ প্রায় দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট। তবে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে গ্যাসের উৎপাদন বাড়ানোসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ’
সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে ৫৩টি অনুসন্ধান কূপ খনন, ৩৫টি উন্নয়ন কূপ খনন এবং ২০টি কূপের ওয়ার্কওভার করার পরিকল্পনা আছে। এ সব কূপ থেকে দৈনিক প্রায় ৯৪৩ থেকে ১১০৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসকে/এসএম/এমএ