ঢাকা: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দুই কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঁচজনকে আসামি করে মামলার অনুমোদন দেয় কমিশন।
যাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চট্টগ্রাম বিভাগীয় অফিসের সহকারী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন ও দিনাজপুর ডিভিশনের সহকারী কম্পিউটার অপারেটর মো. সাইদুর রহমান, দিনাজপুরের বাসিন্দা মো. আনোয়ারুল হক, অ্যাডভোকেট গুলনাহার বেগম ওরফে গুলনাহার মনছুর ও মো. মোজাহারুল হক।
ভুয়া জাল দলিল তৈরি করে দিনাজপুর হাউজিং এস্টেটের একটি প্লট অন্যের নামে বিক্রি করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে অনুসন্ধান প্রতিবেদনে। দুদক সূত্র জানায়, সহকারী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন এর আগে দিনাজপুর ডিভিশনে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।
তিনি সেখানে কর্মরত থাকা অবস্থায় দিনাজপুর হাউজিং এস্টেটের একটি প্লট জনৈক ইসহাক আলীর সঙ্গে বায়না দলিল করেন। পরে বাকি আসামিদের যোগসাজশে সেই জাল দলিলে ‘না দাবি’ প্রস্তুত করে অন্যের নামে বিক্রি করেন।
দুদকের অনুসন্ধান এই জালিয়াতির বিষয়টি দণ্ডবিধির ৪৭১ ও ১০৯ এবং ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ প্রমাণ হওয়ায় তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় কমিশন।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এডিএ/এএ