ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে সীমান্ত থেকে গবাদি পশুর ওষুধ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
কুড়িগ্রামে সীমান্ত থেকে গবাদি পশুর ওষুধ জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার চরযাত্রাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গবাদি পশুর ১০ হাজার পিস ওষুধ জব্দ করেছে বিজিবি। ভারত থেকে পাচার করে আনা এসব ওষুধের দাম প্রায় দুই লাখ টাকা বলে জানা গেছে।


 
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এসব ওষুধ জব্দ করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যাত্রাপুর বিওপি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বিজিবির একটি টহল দল চরযাত্রাপুর সীমান্তে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরা কারবারী মাথায় থাকা বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে ওই বস্তা উদ্ধার করে তাতে পাঁচ হাজার পিস ডেক্সামেথাসন ও পাঁচ হাজার পিস সিপ্রোট্রাডিন ট্যাবলেট পায়।

কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন জানান, জব্দকৃত ট্যাবলেটগুলো কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। যার দাম প্রায় দুই লাখ টাকা।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।