জাতীয় সংসদ ভবন থেকে: পাকিস্তানি ক্যাম্পে বসে থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে তিনি কীভাবে জানবেন? মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে খালেদা জিয়া তো বির্তক সৃষ্টি করবেনই। ধৈর্য্য ধরুন, বাংলার মানুষ আপনাকে এ দেশের মাটি থেকে উৎখাত করবে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে এভাবেই বলছিলেন সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম।
সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক এই প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়া সব ধরনের আন্দোলনে ব্যর্থ হয়ে আজ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বির্তক সৃষ্টি করছেন। যুদ্ধের সময় উনি ছিলেন পাকিস্তানি ক্যাম্পে, আর মুক্তিযোদ্ধারা মাঠে, ঘাটে যুদ্ধ করেছেন। তার কাছে মুক্তিযোদ্ধার সংখ্যা কীভাবে জানতে পারবো?
খালেদাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনি ৫ বার ভুয়া জন্মদিন পালন করেন, আমরা ৬ বার করতে পারতাম কিন্তু তা করি নাই। এদেশের মানুষ আপনার এ ধরনের কর্মকাণ্ডের জবাব দেবে।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসকে/এসএম/এমএ