ফরিদপুর: ফরিদপুরে করিম গ্রুপের অবৈধ দখলে থাকা রেল কর্তৃপক্ষের মালিকানাধীন দুই লাখ ৩০ হাজার ৪৭০ বর্গফুট জায়গা দখলমুক্ত করা হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শাহীনের নেতৃত্ব বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুণ্ডা এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে এ জায়গা উদ্ধার করা হয়।
রেলের ওই জায়গাটি দখল করে রেখেছিলো করিম গ্রুপের মালিকানধীন জোবায়দা-করিম জুট মিল কর্তৃপক্ষ।
ওই মিল কর্তৃপক্ষ রেলের দুই হাজার ৪২৬ ফুট দৈর্ঘ্য ও ৯৫ ফুট প্রস্থ বিশিষ্ট দুই লাখ ৩০ হাজার ৪৭০ বর্গফুট জায়গা অবৈধভাবে দখল করে রেখেছিলো।
জোবায়দা-করিম জুট মিলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সাজ্জাদুর রহমান দাবি করেছেন, মিল কর্র্তৃপক্ষ রেলওয়ের কাছ থেকে ওই জায়গা ইজারা নিয়েছিলো। উচ্ছেদের আগে রেল কর্তৃপক্ষ তাদের কোনো নোটিশ দেয়নি।
তবে রেলওয়ের পাকশি কার্যালয়ের সার্কেল কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, রেল কর্তৃপক্ষ প্রায় তিন বছর আগেই ওই ইজারা বাতিল করে দিয়েছে। জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার জুটমিল মালিককে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু মিল কর্তৃপক্ষ স্বেচ্ছায় রেলের দখল করা জায়গা ছেড়ে না দেওয়ায় বাধ্য হয়ে জেলা প্রশাসনের সহায়তা নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আরকেবি/ওএইচ/এএসআর