গাজীপুর: গাজীপুরে দুইটি ফিলিং স্টেশনকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
গাজীপুরস্থ পোড়াবাড়ি র্যাব-১ এর কোম্পানি কমান্ডার মহিউল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নানা অনিয়মের অভিযোগে বেশ কিছু ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় পরিমাণে কম দেওয়ার দায়ে শ্রীপুর উপজেলার মাওনা-চৌরাস্তা এলাকার মেসার্স কাজী ট্রেডার্স ফিলিং স্টেশনের মালিককে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়।
আর গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার কেআরসি ফিলিং স্টেশনের মালিককে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহম্মেদ।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬।
এমএ/