ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দক্ষতা বাড়াতে শুরু হচ্ছে ইয়‍ুথফেস্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
দক্ষতা বাড়াতে শুরু হচ্ছে ইয়‍ুথফেস্ট ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশি তরুণ-তরুণীদের জ্ঞান ও কর্মদক্ষতা বাড়াতে দেশব্যাপী শুরু হচ্ছে ‘বাংলাদেশ ইয়ুথফেস্ট’ প্রতিযোগিতা।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল  সোনারগাওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।



এতে লিখিত বক্তব্য দেন বাংলাদেশ  ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) ও বাংলাদেশ  ব্র্যান্ড ফোরামের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়েঅজন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে শরিফুল ইসলাম জানান, দেশের সাতটি বিভাগে যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, সিলেটে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় সাত বিভাগে আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হবে। সেখানে সিরিজ বক্তৃতা, জ্ঞান অধিবেশন এবং সেরা বিজনেস ও ডেভেলপমেন্ট প্রাকটিসের শোকেস প্রোগ্রাম থাকবে।

এ ক্ষেত্রে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞদের সঙ্গে শিক্ষার্থীদের একটা সংযোগ ঘটবে বলে মনে করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় দেশের সাতটি বিভাগ থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবীদের বেছে নেওয়া হবে। বিভাগীয় বাছাইয়ের পর ৪৯টি দলকে ঢাকায় অনুষ্ঠিতব্য চূড়ান্ত প্রতিযোগতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

চূড়ান্ত পর্বে বিজয়ী পাবেন ‘স্পাইক এশিয়া’ শীর্ষক দক্ষিণ এশিয়ার সৃজনশীল ও সবচেয়ে বড় উৎসবে যোগ দেওয়ার সুযোগ।

শরিফুল ইসলাম বলেন, সাতটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নতুন নতুন উদ্যোক্তাও বেরিয়ে আসবে। তরুণ এসব উদ্যোক্তার আইডিয়াগুলো নিয়ে আমরা কাজ করবো।

‘‘প্রতিযোগিতায় নারী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধ করতে ‘নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগ’ শ্রেণিতে বিশেষভাবে নেওয়া হবে। নারীরা যাতে ব্যবসা শুরু করতে পারেন সে বিষয়ে ডিসিসিআই প্রয়োজনীয় সহায়তা দেবে। ’’ বলেন তিনি।  

সংবাদ সম্মেলনে ডিসিসিআইয়ের সভাপতি হোসেন খালেদ বলেন, প্রতিযোগীদের পাওয়া ধারণাগুলোর সংক্ষিপ্ত ও নির্বাচিতদের ডিসিসিআইয়ের ইটুকে প্রকল্পের আওতায় সহায়তা দেওয়া হবে। সেই সঙ্গে থাকবে প্রশিক্ষণ ও অর্থায়নসহ ঋণ প্রাপ্তির বিশেষ সুযোগ।

এ সময় অন্যদের মধ্যে এডিসন গ্রুপের এজিএম জাহিদুল ইসলাম, আইবিএ অ্যালমনাই অ্যাসোসিয়েশনের পরিচালক রফিকুল ইসলাম, সজিব গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসিব বিন সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এমআইকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।