গাজীপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, গাজীপুরের কালিয়াকৈরে দস্যুরা বন উজার করে ফেলছে। জালিয়াতি ও ভুয়া কাগজপত্র বানিয়ে সরকারি সম্পত্তি নিজেদের নামে করে নিচ্ছে।
তিনি বলেন, পরে ওইসব জমি হস্তান্তরের কথা বলে এক থেকে দুই লাখ টাকা করে বিক্রি করছে। জমি দখল করছে মিল-কারখানা কর্তৃপক্ষও। এদের সঙ্গে কিছু অসাধু ও দুর্নীতিবাজ কর্মকর্তারা জড়িত রয়েছেন।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বন অফিস প্রাঙ্গণে সামাজিক বনায়নে অংশগ্রহণকারী উপকারভোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বখতিয়ার নূর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছানোয়ার হোসেন, বিভাগীয় সহকারী বন সংরক্ষক আব্দুস সালেক প্রধান, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া প্রমুখ।
পরে মন্ত্রী কালিয়াকৈর রেঞ্জ ও কাচিঘাটা রেঞ্জের সামাজিক বনায়নে অংশগ্রহণকারী ১১৭ জন উপকারভোগীদের মধ্যে দুই কোটি ১৪ লাখ টাকার চেক বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসআর