ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশাল শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
বরিশাল শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক প্রত্যাহার

বরিশাল: বরিশাল সরকারি শিশু পরিবারের (বালক) উপতত্ত্বাবধায়ক হেমায়েত উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

ওই পদে সমাজসেবা অধিদফতরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।



বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ বাংলানিউজকে জানান, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে হেমায়েত উদ্দিনকে মঙ্গলবার বিকেলে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। তাকে প্রত্যাহার করে বরিশাল জেলা অফিসে সংযুক্ত করা হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি বালকে বসবাসকারী মশিউর রহমান ইউসুফ (৯) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়। ওইদিন উপতত্ত্বাবধায়ক হেমায়েত উদ্দিন শিশুটির মৃত্যুকে আত্মহত্যা দাবি করে থানায় লিখিত অভিযোগ করেন।

এদিকে, শিশু ইউসুফের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।