ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিকলীতে যুগ্ম সচিবের গাড়িচাপায় বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
নিকলীতে যুগ্ম সচিবের গাড়িচাপায় বৃদ্ধের মৃত্যু ছবি: প্রতীকী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দিল মোহাম্মদের গাড়ি চাপায় আবুল হোসেন (৮২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নিকলী উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে এ দুর্ঘটনা ঘটে।



তবে এ সময় যুগ্ম সচিব গাড়িতে ছিলেন না। তিনি দাপ্তরিক কাজে নিকলী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে অবস্থান করছিলেন।

বৃদ্ধ আবুল হোসেন কটিয়াদী উপজেলার করগাঁও গ্রামের বাসিন্দা।

তার পারিবারিক সূত্র জানায়, বিকেলে আবুল হোসেন উপজেলা পরিষদ চত্বরের এক কোণায় রোদ পোহাতে গিয়ে একপর্যায়ে ঘাসের ওপর ঘুমিয়ে পড়েন। এ সময় যুগ্ম সচিবের গাড়ি চালক গাড়িটি পেছনের দিকে নিতে গিয়ে পেছনের দুই চাকা আবুল হোসেনের ওপর তুলে দেন।  

গুরুতর আহত অবস্থায় তাকে চাকার নিচ থেকে উদ্ধার করে দ্রুত নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

নিকলীর ইউএনও মো. মাহবুব আলমের বাংলানিউজকে জানান, ঘটনার খবর শুনে যুগ্ম সচিবকে নিয়ে তিনি আবুল হোসেনকে দেখতে হাসপাতালে যান। অনাকাঙ্খিত এ দুর্ঘটনায় যুগ্ম সচিব বিব্রত।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ‍মৃতের পরিবারকে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।