ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শার্শায় বাল্যবিয়ে প্রতিরোধে শপথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
শার্শায় বাল্যবিয়ে প্রতিরোধে শপথ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষে যশোরের শার্শা উপজেলাকে বাল্যবিয়েমুক্ত করতে শপথ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শার্শা উপজেলা পরিষদে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



ইউএনও আব্দুস ছালামের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

আরো বক্তব্য রাখেন, উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, পোর্ট থানা ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

শপথ অনুষ্ঠানে বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তা ও কাজীরা অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, বাল্যবিয়েতে জড়িত অভিভাবক ও কাজীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া চলতি বছরের মধ্যে শার্শা উপজেলাকে শতভাগ বাল্যবিয়ে উপজেলা ঘোষণা, প্রতিটি ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি গঠন করা হবে।

অনুষ্ঠানের শেষে শার্শাকে বাল্যবিয়েমুক্ত উপজেলা হিসেবে গড়তে শপথ নেয় অংশগ্রহণকারীরা।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।