মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে পৌনে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল শুরু হয়।
পাটুরিয়া ফেরি ঘাটের শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে জানান, ভোরে ঘন কুয়াশায় নদীর মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝপদ্মায় নোঙর করে ছোট-বড় পাঁচটি ফেরি। এছাড়া যাত্রী ও যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটে ছয়টি ও দৌলতদিয়া ঘাটে পাঁচটি ফেরি পারাপারের অপেক্ষায় ছিল। সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কমার পর ফেরি চলাচল শুরু হলে ফেরিগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসআই