ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধামরাই (ঢাকা): ঢাকার অদূরে ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ১০ জন শ্রমিক।

তাদের মধ্যে ৩ জনের আবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইর বাথুলী এলাকায় এঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী এলাকায় গ্রাফিক্স টেক্সটাইলের শ্রমিকবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় গ্রাফিক্স টেক্সটাইলের শ্রমিক মিজানুর রহমান (৩০)  ঘটনাস্থলেই মারা যান। ‍আহত হন অন্তত ১০ জন শ্রমিক।
 
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিহত শ্রমিকের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বলে জানা গেছে।
 
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা,ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসএনএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।