ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আসামি পক্ষের জেরার পরবর্তী তারিখ নির্ধারণ হয়েছে ১৮ ফেব্রুয়ারি। এর আগে বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ১১) দুপুর বারোটার দিকে আজকের মত জেরা মুলতুবি ঘোষণা করেন ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার।
বৃহস্পতিবার বেলা পৌনে এগারোটার দিকে জেরা শুরু হয়। আসামি জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা হারুনুর রশীদকে জেরা করেন তার আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে দুদক খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে দুদক।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এমআই/আরআই
** জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার জেরা চলছে