ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধুনটে ধর্ষণ চেষ্টার দায়ে যুবকের কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
ধুনটে ধর্ষণ চেষ্টার দায়ে যুবকের কারাদণ্ড জাবেদ আলী

ধুনট (বগুড়া): কিশোরী ধর্ষণের চেষ্টা করার অপরাধে বগুড়ার ধুনট উপজেলায় জাবেদ আলী (৩০) নামে ব্যক্তিকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান এ আদেশ দেন।



জাবেদ আলী উপজেলার ছোট চিকাশি গ্রামের বাছের আলীর ছেলে। তিনি চার মামলার এজাহারভুক্ত আসামি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, এক কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন জাবেদ আলী। বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে মেয়েটির বাড়িতে গিয়ে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের চেষ্টা করেন তিনি। টের পেয়ে মেয়েটির পরিবারের লোকজন চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে জাবেদ আলীকে আটক করে। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। সকালে জাবেদ আলীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে এ দণ্ডাদেশ দেন।

সকাল ১০টার দিকে তাকে ধুনট থানা থেকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ওসি আরো জানান, জাবেদ আলী এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, মারপিট, ধর্ষণ, বিষ প্রয়োগে গরু হত্যা, বাড়িতে অগ্নিসংযোগসহ পৃথক চারটি মামলা বগুড়া আদালতে বিচারাধীন। এর মধ্যে ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি, ২০১০ সালের ৪ অক্টোবর ও ২৪ নভেম্বর এবং ২০১৫ সালের ৫ ডিসেম্বর ধুনট থানায় মামলাগুলো দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।